Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

  জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন।  

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইতোঃপূর্বে বাস্তবায়িত ইনোভেশন ডাটাবেজ

ইতোঃপূর্বে বাস্তবায়িত ইনোভেশন ডাটাবেজ

ক্রমিক নং
উদ্ভাবনী উদ্যোগ
বাস্তবায়নকারী
সেবার লিংক
০১
অত্র পবিসের সদর দপ্তরে আগত গ্রাহকগণের জন্য ওয়ান পয়েন্টে অবস্থিত অল ইন ওয়ান কম্পিউটার স্ক্রিনে প্রদর্শনের জন্য "ডিজিটাল ওয়ান পয়েন্ট তথ্যসেবা" এপ তৈরি।
এজিএম (আই.টি), 
আই.টি বিভাগ।
সেবা টি অনলাইন না বিধায় ওয়েব লিংক দেয়া সম্ভব নয়। 
০২
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা/কর্মচারীর মোবাইল নম্বর ও ই-মেইল অ্যাড্রেস সম্বলিত ডিজিটাল ফোনবুক
আইসিটি পরিদপ্তর, বাপবিবো।
https://play.google.com/store/apps/details?id=reb.ebook.contackbook